বার্তা প্রেরক | রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 762 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্য বিকাশে ও ব্যবসা-বাণিজ্য প্রসারে হিন্দু মুসলিম সকলের অবদান রয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমার ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়নের পাশাপাশি জেলার শান্তি শৃংখলা বজায় রেখেছি। মেয়র গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট কর্মকারপাড়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম সংকীর্তন অনুষ্ঠানে পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন অতিতে আমি হিন্দু-মুসলিম সকলের উৎসব-পার্বনে, সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও আমৃত্যু পৌরবাসীর পাশে থাকতে সকলের সহযোগিতা চাই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা খোকন কান্তি আর্চায্য, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, শহর আওয়ামীলীগ নেতা মোঃ কামাল আহমেদ, মন্দির কমিটির সভাপতি নিতাই কর্মকার, সাধারণ সম্পাদক রুপ কুমার, রতন কর্মকার, নির্মল বর্মণ, শীতল কর্মকার, গৌরাঙ্গ, আব্দুল ওয়াহাব, মোঃ নাছিম, যুবলীগ সভাপতি বশির আহমদে, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ছাত্রলীগ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিপুল পরিমানে হিন্দু ভক্তনুরাগী সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।