প্রতিনিধি | সোমবার, ২০ জুন ২০১৬ | পড়া হয়েছে 224 বার
সারাদেশে চলা গুপ্তহত্যা ও জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ১৪ দল।
গত রোববার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।
১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির, জেলা জাসদ নেতা আকতার হোসেন সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়া প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |