প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ মে ২০১৬ | পড়া হয়েছে 599 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নুরু চৌধুরী-(৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের একটি খাল থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত নুরু চৌধুরী নুরপুর গ্রামের মরহুম তাহের চৌধুরীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার সকালে এলাকাবাসী বিলের কাছে নুরু চৌধুরীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।