ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 519 বার
আগামীকাল ২৭ ডিসেম্বর শুক্রবার গভ. মডেল গার্লস হাই স্কুলের তেরোশত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ২০০৯ সনের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ইয়াসমিন, দীপ্তি ও তাদের বন্ধুরা। বিদ্যালয়ের শুরু থেকে ১৯৩৬ থেকে ২০১৯ পর্যন্ত যাঁরা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয়কে রঙিন আঙ্গিকে সাজানো হয়েছে।
রঙে রঙে সাজানো হয়েছে তাদের বিদ্যালয়ের আঙিনা বিদ্যালয়ের প্রাঙ্গণে মঞ্চসজ্জা, প্যান্ডেল সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং, গেইট, নিরাপত্তাসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। দিনরাত পরিশ্রম করে তারা এগিয়ে যাচ্ছে তাদের দল নিয়ে। আগামীকাল সকাল থেকে তাদের প্রবেশ, নাশতা করানো, র্যালি, আমন্ত্রিত অতিথিদের বরণ, প্রাক্তন শিক্ষার্থীদের প্রবেশহ আরো অনেক কিছুই থাকছে তাদের আয়োজনে। সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন আয়োজকগণ।