বিশেষ প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 102 বার
অসুস্থতার কারণে আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।
যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার (০৫.০৪.২০১৮) সকালে তাকে হাজির করার কথা থাকলেও তার অনুপস্থিতিতেই চলে মামলার কার্যক্রম। পরে আদালত এ মামলায় বেগম খালেদা জিয়াকে ২২ এপ্রিল পর্যন্ত জামিন দেন।
ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এদিকে এ মামলায় বেগম জিয়াকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির জন্য আবেদন করেছেন দুদকের আইনজীবী।
এর আগে ২৮ মার্চ ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেন।
২২ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। দুদকের করা ওই আবেদনের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি হয়। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা প্রোডাকশন ওয়ারেন্ট জারির বিরোধিতা করেছিলেন। শুনানি শেষে ১৩ মার্চ আদালত খালেদা জিয়াকে আদালতে হাজির করার আদেশ দেন। ২৮ মার্চ খালেদা জিয়ার আদালতে হাজিরের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে হাজির করেননি।