| শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 106 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডায় মসজিদে মাহমুদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী আহমদীয়া মুসলিম জামাতের বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও সিলেটের ৩য় আঞ্চলিক সালানা জলসা আজ শনিবার (০৬.০১.২০১৮) অনুষ্ঠিত হয়। আহমদিয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমীর মোবাশ্বের উর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহমদিয়া জামাতের মোবাল্লেগ ইনচার্জ ও নায়েব ন্যাশনার আমীর মাওঃ আব্দুল আউয়াল খান চৌধুরি, মুরুব্বী সিলসিলাহ্ আলহাজ্ব মাওঃ সালেহ আহমদ, মুরুব্বী সিলসিলাহ্ মাও মোঃ সোলায়মান, ব্রাহ্মণবাড়িয়া জামাতের আমীর মো মঞ্জুুর হোসেন, মুরুব্বী সিলসিলাহ্ মাওঃ সৈয়দ মুজাফ্ফর আহমেদ, মুরুব্বী সিলসিলাহ্ মাওঃ জহির উদ্দিন আহমেদ, মুরুব্বী সিলসিলাহ্ মাওঃ শেখ মুস্তাফিজুর রহমান, মুরুব্বী সিলসিলাহ্ শাহ মোহাম্মদ নুরুল আমিন, মুরুব্বী সিলসিলাহ্ মাওঃ নাভিদ আহমেদ লিমন প্রমুখ। সভাপতির বক্তব্যে আহমদিয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমীর মোবাশ্বের উর রহমান বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এবং মুসলিম জাহানের ক্রান্তিলগ্নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মুসলিম জাহানের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে দোয়ার মাধ্যমে জলসা সালানা সমাপ্ত হয়।