কসবা প্রতিনিধি : | সোমবার, ০৯ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 648 বার
আনন্দঘন পরিবেশে বাংলাদেশ কৃষি ব্যাংক কুটি বাজার শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (০৯.০৪.২০১৮) বিকেলে শুভ হালখাতা উপলক্ষে ঋণ গ্রহিতাদের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি ব্যাংক কুটি বাজার শাখার ব্যবস্থাপক মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের প্রত্যবেক্ষন ও নিরীক্ষা বিভাগ-২ এর উপ-মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক স্বপন দাস, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য্য।
জানা যায়, শুভ হালখাতা উপলক্ষে কৃষি ব্যাংক কুটি বাজার শাখা ঋণ বিতরণ ২৮ লাখ ৩৯ হাজার টাকা, ঋণ আদায় ২৪ লাখ ৬৯ হাজার টাকা এবং আমানত সংগ্রহ ১৫লাখ ৫৪ হাজার টাকা লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্য মাত্রার মধ্যে ঋণ বিতরণ হয়েছে ১২ লাখ টাকা এবং আদায় হয়েছে ১০ লাখ টাকা। দ্বি-পাক্ষিক আলোচনা সভায় কৃষি ব্যাংক কুটি বাজার শাখার ঋণ গ্রহীতাগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।