আখাউড়া প্রতিনিধি : | বুধবার, ২১ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 133 বার
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেছেন, ‘কামাখ্যা রঞ্জন ঘোষ তাঁর জীবদ্দশায় মানবতার সেবা করেছেন। তিনি ছিলেন সকলের শ্রদ্ধেয়। তাঁর জীবন থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নেয়ার আছে।’ গত সোমবার দিবাগত রাতে শ্রী শ্রী রাধামাধব আখড়ায় শিব মন্দির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পৌর এলাকার রাধানগরের বাসিন্দা প্রয়াত শিক্ষক ও সাংবাদিক কামাখ্যা রঞ্জন ঘোষের স্মৃতি রক্ষায় তাঁর পরিবারের সদস্যরা এ মন্দিরটি নির্মাণ করে দিয়েছেন। মন্দির নির্মাণ উদ্বোধন উপলক্ষে রাতে আখড়া প্রাঙ্গণে সুবল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সমীর চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আখাউড়ার সভাপতি বিধান চন্দ্র দাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি হিরালাল চন্দ্র সাহা, রাধামাধব আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, কামাখ্যা রঞ্জন ঘোষের প্রবাসী ছেলে মৃনাল কান্তি ঘোষ দীপক। পরে আখাউড়া শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও রাখাল দাসসহ কয়েকজন গুণি শিল্পী এতে অংশ নেন। সব শেষে প্রসাদ বিতরণ করা হয়।