আন্তর্জাতিক ডেস্ক : | মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 117 বার
কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর গাড়ি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন। খবর সিএনএনের।
এ ঘটনাটি ঘটেছে কানাডার স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে।
টরেন্টোর পুলিশ প্রধান মার্ক স্যান্ডার্স বলেন, হামলার কিছুক্ষণের মধ্যে পুলিশ ৯১১ নম্বরে জরুরি ফোন কল পেয়ে ঘটনাস্থালে ছুটে যায়। কাভার্ডভ্যান দিয়ে হামলা চালিয়ে পালানোর সময় হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম অ্যালেক মিনসিয়ান (২৫)। তিনি অন্টারিওর অধিবাসী।
একজন প্রত্যক্ষদর্শী সিএনএন’কে বলেন, প্রথমে ভেবেছিলাম ভ্যানচালক হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাই তার গাড়ির নিয়ন্ত্রণ নেই। কিন্তু একটু পর দেখি তিনি ইচ্ছে করে একের পর এক গাড়িকে আঘাত করছেন এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যাচ্ছেন। এটি ছিল দুঃস্বপ্নের মতো।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।