নাসিরনগর প্রতিনিধি : | শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 218 বার
কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান আকিদা বিরোধী তৎপরতা বন্ধসহ সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছেন ওলামায়ে কেরামগণ। আজ শুক্রবার (২০.০৪.২০১৮) নাসিরনগর কওমী উলামা পরিষদের উদ্যোগে স্থানীয় হাফিজিয়া রমিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা চত্বরে শানে রেসালত ও খতমে নবুয়ত মহা-সম্মেলনে ওলামায়ে কেরামগন এ দাবী জানান।
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া’র প্রিন্সিপাল মূফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এস এম শহীদুল্লাহ’র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার প্রিন্সিপাল আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মনিরুজ্জামান সিরাজী, জামিয়া দারুল আরকামের মহা-পরিচালক শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া‘র মুহাদ্দিস মাওলানা মূফতি আবদুর রহীম কাসেমী, দারুল আরকাম আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মাজহারুল হক কাসেমী, উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ শামছুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারসহ স্থানীয় উলামা মাশায়েখ ও আলেমগণ।
প্রধান অতিথির ভাষণে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেন, খতমে নবুওয়ত আকিদায় ফাটল ধরাতে বৃটিশরা ভন্ড গোলাম আহমদকে দিয়ে কাদিয়ানী সম্প্রদায়ের জন্ম দিয়েছে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে তারা দেশের সরল প্রাণ তৌহিদী জনতাকে ঈমান হারা করছে। কাদিয়ানরা রাসূল (সাঃ) কে শেষ নবী মানে না। যারা রাসূল (সাঃ) কে শেষ নবী স্বীকার করেনা ইসলামী শরীয়তে তারা কাফের। তাই সরকারিভাবে এদের অমুসলিম ঘোষণা করতে হবে।