কসবা ব্রাহ্মণবাড়িয়া : | রবিবার, ২৩ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 955 বার
কসবা সীমান্ত হাটে যাওয়ার নকল সনদে অর্থ আত্নসাৎ ঘটনায় অভিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সুপার আবদুর রব ভূইয়াকে সীমান্ত হাটের গেইট পাশ সনদ বিক্রি থেকে সরিয়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর নিদের্শে গত রবিবার (২৩ অক্টোবর) সকালে সীমান্ত হাটের গেইট পাশ সনদ বিক্রি করেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গোপনীয় সহকারী বিপ্লব বণিক। জানা যায়, সকাল ১১ টার মধ্যেই নির্ধারিত ১ হাজার সীমান্ত হাটে যাওয়ার সনদ বিক্রি শেষ হয়ে যায়। ফলে দূর-দুরান্ত থেকে আগত শত শত নারী পুরুষ যাওয়ার সনদ না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান।
উল্লেখ্য, কসবা সীমান্ত হাটের মাধ্যমে দু-দেশের মানুষের মাঝে মিলন মেলায় পরিণত হয়। কিন্তু এ সীমান্ত হাটে ভারতীয় দ্রব্যাদি প্রচুর পরিমাণে বিক্রি হলেও বাংলাদেশী ব্যবসায়ীদের তেমন বিক্রি না থাকায় অনেক ব্যবসায়ীই হতাশায় ভোগছেন।