| বুধবার, ১৯ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 576 বার
অদ্য ১৮ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পাথারিয়াদার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই উপজেলার রাউতখোলা এলাকা হতে মঈনপুর সীমান্ত ফাঁড়ী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ভোরবেলায় ৯৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
অপরদিকে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় সকাল ১০ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৬০ বোতল ফেনসিডিল ও ৫৬ বোতল স্কফ জব্দ করে বিজিবি। আকটকৃত এসব মাদকের আনুমানিক মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা। এছাড়া আখাউড়া উপজেলার শিবনগর এলাকা হতে ভোরে ৩৬০ কেজি পিরানহা মাছ আটক করে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। তবে ঐসব অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রেস বিজ্ঞপ্তি