| বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 625 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাচারকালে ৭৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় মাছবাহী একটি ট্রাকও আটক করা হয়।
গত বুধবার ভোর রাতে কসবা উপজেলার দৌলতপুর এলাকা থেকে বিপুল পরিমান এই মাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাছের মধ্যে রয়েছে ৬৪৫ কেজি রুই, কাতল, তেলাপিয়া, বাট্টিসহ বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ এবং ১২৫ কেজি শিং মাছ।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কমান্ডার মোঃ আবু সাঈদের নেতৃত্বে বুধবার ভোর রাতে কসবা উপজেলার দৌলতপুর এলাকা থেকে মাছবাহী ট্রাক আটক করে। পরে ট্রাকে তল্লাশী করে বিভিন্ন প্রজাতির ৭৭০ কেজি দেশী মাছ পাওয়া যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক ও পাচারকারীরা পালিয়ে যায়।