কসবা প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 64 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলার কুটি বাজারে প্রচারণা চালান ও মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খান।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, আমরা প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করেছি। মানুষকে স্বাস্থ্যবিধি মানার জন্য পরামর্শ দিচ্ছি। তিনি, করোনাভাইরাস সংক্রমনরোধে সরকার ঘোষিত (৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত) সকল নির্দেশনা মেনে চলার জন্য জনগনের প্রতি আহবান জানান। নতুবা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, তাদের প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। এসময় কসবা থানার পুলিশ সদসরা উপস্থিত ছিলেন।