কসবা প্রতিনিধি : | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 167 বার
কসবায় ০৩ নভেম্বর শনিবার শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। স্বপন পৌর এলাকার গঙ্গানগর গ্রামের মতি মিয়ার ছেলে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এ ছাড়াও সে একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী। ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, স্বপন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসা করে সে বিপুল পরিমাণ বিত্ত বৈভবের মালিক।
কসবা থানার অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, স্বপন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। এলাকায় স্বপন মাদকের গডফাদার হিসেবে পরিচিত। সে একাধিক মামলার পরোয়ানা ভূক্ত আসামী ছিলো। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিলো। গতকাল গোপন সূত্রের তথ্যে সে বাড়িতে এসেছে বলে জানতে পারে পুলিশ। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার সাথে মাদক ব্যবসায় জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।