কসবা প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 227 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের আজগর আলী দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ। ফরম ফিলাপে অতিরিক্ত ফি নেয়াসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার (০২ডিসেম্বর ২০১৯) দুপুরে উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখলে বিকেলে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই মাদরাসায় দাখিল পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ১৮০০ টাকার বদলে চার হাজার টাকা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছিল। এ নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়।
গত সোমবার এলাকার লোকজন ওই মাদরাসা শিক্ষককে অবরুদ্ধ করে সংশ্লিষ্টদেরকে খবর দেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন সোমবার সন্ধ্যায় জানান, মাদরাসা সুপারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।