প্রতিনিধি | বুধবার, ২৭ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 631 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবি’র হাতে গাঁজাসহ আটক শরীফা আক্তার (৩০) নামে এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম এ সাজা প্রদান করেন।
বিজিবি সূত্র জানায়, আখাউড়ার গঙ্গাসাগর বিশেষ ক্যাম্পের বিজিবি জোয়ানরা সোমবার বিকেলে কসবা উপজেলার চন্ডিদ্বার বাজার এলাকার থেকে পাঁচ কেজি গাঁজাসহ আখাউড়ার ষোললৌহঘর গ্রামের শরীফা আক্তারকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেওয়া হয়।