প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ মে ২০১৬ | পড়া হয়েছে 602 বার
আগামী ২৮ মে কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ সদস্য পদে ২৮১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতিমধ্যেই নির্বাচনে ১জন সংরক্ষিত মহিলা সদস্যসহ ৫ জন সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন, বাদৈর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মোঃ শাহ আলম এবং ৯নং ওয়ার্ড থেকে মোঃ কাউসার মিয়া, কসবা পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে আবদুল মন্নাফ মোল্লা এবং ৮নং ওয়ার্ড থেকে সুলতান মিয়া এবং গোপিনাথপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে মোছাম্মদ ফারজানা কামাল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫ সদস্য প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।