কসবা প্রতিনিধি | শনিবার, ০৯ মে ২০২০ | পড়া হয়েছে 204 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কর্মহীন মানুষের জন্য “বিদ্যানন্দ ফাউন্ডেশন” থেকে পাঠানো খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
গত শুক্রবার দুপুরে উপজেলার গোসাইস্থল বাজার ও আখাউড়া উপজেলার কর্ণেল বাজারে প্রধান অতিথি হিসেবে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মিজানুর রহমান সামাজিক দূরত্ব বজায় রেখে দুইশত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, আধা লিটার তেল, ১ প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ মে থেকে আজ শনিবার ৯ মে পর্যন্ত এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।