কসবা প্রতিনিধি | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 193 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা ও সপ্তম শ্রেণির এক ছাত্রী পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর ২০১৯) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের এক যুবকের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিলো।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কসবা থানার পুলিশ কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, পুলিশ যাওয়ার পর বিয়ে বন্ধের আশ্বাস দেন কনের পিতাসহ স্বজনরা। শুক্রবার দুপুরে থানায় এসেও তারা বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করে গেছেন।