স্টাফ রিপোর্টার : | রবিবার, ০২ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 458 বার
ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তবর্তী কসবায় মাদক বিরোধী অভিযান চলছে। কসবাকে মাদক মুক্ত করার ঘোষনা দেয়ার পর জেলা পুলিশের নির্দেশে বিভিন্ন স্থানে থেকে বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করে। কসবা থানা পুলিশ প্রায় এক সপ্তাহ ধরে এ অভিযান চালিয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ২৬ তারিখ থেকে এ অভিযান চলছে। অভিযানের শুরু থেকেই সীমান্তে মাদক পাচারের অন্যতম বাহন মোটরসাইকেল আটক শুরু করে। এ পর্যন্ত ২৫ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এসময় ৬৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২শ লিটার চোলাই মদ, ৫ কেজি গাজা, ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরমধ্যে ২৭ জনকে ভ্রাম্যমান আদালতের পাঠানো হয়ে আদালত তাদের সাজা প্রদান করেছে। এক বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সাজা দেয়া হয় বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে।