কসবা প্রতিনিধি : | সোমবার, ২৮ মে ২০১৮ | পড়া হয়েছে 129 বার
কমাতে হলে মাতৃমৃত্যুর হার- মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কসবায় পালিত হলো নিরাপদ মাতৃত্ব দিবস।
আজ সোমবার (২৮.০৫.২০১৮) কসবা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে দিবসটি পালনের মধ্যে ছিলো র্যালি ও নিরাপদ মাতৃত্ব দিবসের উপর আলোচনা।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে নিরাপদ মাতৃত্ব দিবসের বিষয়বস্তুর উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা: মো. ছাব্বির হোসাইন, ফিল্ড সুপারভাইজার (নতুন দিন) নারগিছ আক্তার, উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক ও স্বাস্থ্য সহকারী মো.ইব্রাহীম খলিল, আবু নেছার আবেদ, শওকত আলী, সাইফুল ইসলাম।
পরে সভাপতির বক্তব্যে ডা: আসাদুজ্জামান মাতৃমৃত্যুর হার কমানোর বিষয়ে এবং নিরাপদ মাতৃত্ব দিবসের উপর গুরুত্বপূর্ন আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান সহকারী মো.সামছুল আলম।