কসবা প্রতিনিধি : | শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 454 বার
মাদক পাচারকালে কসবায় মা ও মেয়ে ২জন মাদক ব্যবসায়ীকে গাঁজা ও নগদ টাকাসহ ১৬ নভেম্বর শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যাগে রাখা ভারতীয় ৫ কেজি গাঁজা এবং গাঁজার বিক্রিত নগদ ৭০ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কায়েমপুর ইউনিয়নের সংগঠন নগর গ্রামের বাসিন্দা রুবী আক্তার (৪০) এবং তার মেয়ে ঐশী আক্তার (১৯) । মা ও মেয়ে দুইজন বর্তমানে কসবা সদরের শীতল পাড়ায় ভাড়া বাসায় থাকে বলে পুলিশকে জানায়। থানার পুলিশ জানায়, মা ও মেয়ে দুই মাদক ব্যবসায়ী উপকুল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কসবা রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে খাড়পাড়া গ্রাম নামক স্থানে গাঁজার ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলো। এমন অবস্থায় কসবা থানার পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে মাদক গাঁজা ও টাকাসহ মা ও মেয়েকে গ্রেফতার করে।
কসবা থানার উপ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসাদুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, মা মেয়ে ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।