প্রতিনিধি | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | পড়া হয়েছে 683 বার
সেবাই ধর্ম-এ শ্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ খন্দকার বন্দে আলী টুরস্ এন্ড ট্রাভেলস এর আওতাধীন জেসমিন এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নানের স্ব-উদ্যোগে কসবা উপজেলার বিভিন্ন গ্রামের গরীব-দুঃখী মানুষের মাঝে পানীয় জলের সমস্যা সমাধানে বিনামূল্যে শতাধিক নলকূপ বিতরন করে জনমনে প্রশংসিত হয়েছে। তাছাড়া তাঁর নলকূপ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আবদুল মান্নান সাংবাদিকদের জানান, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিয়াছে ঈশ^র। এ উক্তিটির মর্ম উপলব্ধি করে এলাকার গরীব-দুঃখী মানুষের পানীয় জলের সমস্যা নিরসনে আমি এ কাজ করে যাচ্ছি। আমি চাই, আমার এহেন কর্মকান্ড দেখে এলকার বিত্তবান মানুষগুলো মানব কল্যাণে এগিয়ে আসবে।
তিনি জানান, কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আল-আামিন এন্টারপ্রাইজ থেকে নলকূপ গুলো ক্রয় করে তাদের টেকনিশিয়ান দ্বারা উপজেলার বিভিন্ন এলাকায় নলকূপগুলো বসিয়ে দেয়া হয়েছে।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান বলেন, ব্যবসায়ী আবদুল মান্নানের এহেন কর্মকান্ড সত্যিই প্রশংসনীয়।