কসবা প্রতিনিধি | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 138 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ৯৯৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ১৩ জাতের সবজি বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২০) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এই বীজ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এই বিষয়ে সকলের প্রতি অনুরোধ করেন।