কসবা প্রতিনিধি | শুক্রবার, ২৬ জুন ২০২০ | পড়া হয়েছে 207 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ হোসেন মিয়া-(৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত মোঃ হোসেন মিয়া কোনাঘাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় মৃতের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের উপস্থিতিতে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ এসেছিলো।
তিনি বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লক ডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।