কসবা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 371 বার
উন্নতজাত বিনাধান-১৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ২১ নভেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকছিনা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা)ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “পরিবর্তিতআবহাওয়া উপযোগী বিভিন্ন ফসলও ফলেরজাত উন্নয়ন কর্মসূচি” এর অর্থায়নে মাঠ দিবসের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকমোঃ আবু নাছের।
কসবা উপজেলা কৃষি কমকর্তা মাজেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আবদুর রকিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাআয়শা আক্তার।
উচ্চ ফলনশীল বিনাধান -১৬ চাষাবাদের ফলে মাত্র ১০০ দিনে প্রতি হেক্টর জমিতে ৬ দশমিক ৫ মেট্রিকটন ধান উৎপাদন হয়। এছাড়া বিনাধান-১৬ চাষাবাদের পর রবি ফসল সরিষা চাষ করা যায়।এতে ভোজ্য তেলের চাহিদা পূরণও সম্ভব।
মাঠ দিবসে উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিও শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।