কসবা ব্রাহ্মণবাড়িয়া : | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 424 বার
গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিনা ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার মইনপুর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মোছাম্মদ তাবাচ্ছুম আক্তার (১৫) কে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করেছে। শিক্ষার্থীর পিতা কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলম ভূইয়ার নিকট থেকে মুচলেকা গ্রহণসহ তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের প্রবাসী মো: হেলাল ভূইয়ার প্রবাসী পুত্র মো: ওয়াসিম (২৫) এর সাথে গত সোমবার বিবাহ হওয়ার কথা ছিল। এদিকে কন্যার বাড়িতে বিবাহ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়। বর যাত্রীগণ দাওয়াত খাওয়ার পর বর নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার আগেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট বাল্য বিবাহ বন্ধের ব্যাপারে একটি ই-মেইল পৌছে যায়। তিনি ই-মেইলে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বাল্য বিবাহ বন্ধের পদক্ষেপ গ্রহণ করেন।