কসবা প্রতিনিধি | বুধবার, ০৬ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 202 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে উপজেলার গোপীনাথপুর এলাকা তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে আখাউড়া-কসবা সড়কের গোপীনাথপুর এলাকার এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন বলেন, অজ্ঞাতনামা যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তিনি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন। তিনি জানান, ভোরে কোন যানবাহনের ধাক্কায় ওই যুবক মারা যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।