আখাউড়া প্রতিনিধি | শনিবার, ০৯ মে ২০২০ | পড়া হয়েছে 213 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের আগে দোকান খুলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়িরা। করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা চিন্তা করেই ব্যবসায়িরা এ সিদ্ধান্ত নেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে সভায় বসে ব্যবসায়িরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমদ নিজামী, আখাউড়া সড়ক বাজার ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খোকা, বড় বাজারের ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।
সভায় ব্যবসায়িরা জানান, জনস্বাস্থ্যের কথা চিন্তা করেই তাঁরা ১০ মে থেকে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বর্তমানে যেভাবে সীমিত আকারে নির্ধারিত দোকানপাট খোলা থাকে সেগুলোই শুধু খোলা থাকবে। দোকান খুললেও ক্রেতা আসবে কি-না সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়িরা। এখানে উল্লেখ্য, আখাউড়ায় চিকিৎসকসহ ১৪ জন করোনা আক্রান্ত রোগীর সবাই ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুরুর দিকে একজন মারা যান।