ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 102 বার
গত শনিবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, কমরেড মাহমুদ হোসেন সরকার পাশা, অসিত পাল, আহমেদ হোসেন, অনুজ তনয়া, শাহজাহান সোহেল, নিতিশ রঞ্জন রায়, আল-মামুন, নুরুল আলম, উদীচী সম্পাদক মন্ডলীর সদস্য ফেরদৌস রহমান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা বাতিল করতে হবে এবং বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ করার দাবি জানান।