নবীনগর প্রতিনিধি : | বুধবার, ১১ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 392 বার
ফয়জুর রহমান বাদল এম.পি নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বিভিন্ন সমস্যা সমাধান ও গ্রামের উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
তিনি গত রোববার (০৯.১০.২০১৭) সন্ধ্যায় ঢাকার বনানীস্থ তার অফিসে কনিকাড়া গ্রামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ আশ্বাস দেন।
মতবিনিময় কালে বিশিষ্ট ব্যবসায়ী কনিকাড়া উচ্চবিদ্যালয়ের পরিচালা কমিটির সভাপতি মোবারক হোসেন দুলু, কনিকাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, কনিকাড়া পেশাজীবী সংস্থার সভাপতি আজহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ইউপি সদস্য রফিকুল ইসলাম মানিক, মোঃ সিদ্দিক মিয়া, সাবেক ইউপি সদস্য আবদুর রহমান, মোরশেদুল ইসলাম সহ গ্রামের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।