প্রেস বিজ্ঞপ্তি | বুধবার, ০৪ জুলাই ২০১৮ | পড়া হয়েছে 164 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শহীদ পলু সড়ক (পুরাতন কোর্ট রোড) এর প্রাক্তণ ঔষধ ব্যবসায়ী, অধুনালুপ্ত জামান মেডিকেল হলের সত্ত্বাধিকারী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া শাখার সাবেক সদস্য, বাংলার বারো ভূঁইয়ার প্রজন্ম মোঃ আবুল হাসেম ভূঁইয়া’র ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পারিবারিক উদ্যোগে গত মঙ্গলবার,(০৩ জুলাই ২০১৮) সকালে আখাউড়াস্থ মুহিউস সুন্নাহ মাদ্রাসায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মরহুম এর ভাইপো এবং উক্ত মাদ্রাসার মোহতামিম (অধ্যক্ষ) মাওঃ আসয়াদ আল হাবিবী (কাজল) এর তত্ত্বাবধানে মাহফিলে তিনিসহ সকল মরহুমের বিদেহী আত্মার শান্তি ও বেহেস্ত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ছবক অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম মাওলানা মোবারক উল্লাহ্।
এ সময় মাওলানা সাজিদুর রহমান, আবদুর রহমান কাসেমী, মরহুম আবুল হাসেম ভূঁইয়া’র জ্যেষ্ঠপুত্র সাংবাদিক মোঃ আবূল হাসনাত অপুসহ মুহিউস সুন্নাহ মাদ্রাসায় নবীন ভর্তি হওয়া ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত ওলামাসহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।