| মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 126 বার
সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের উদ্যোগে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল কলাকার রওশন আরা অন্নপূর্ণার মৃত্যুতে অনুষ্ঠিত হয়েছে এক নাগরিক শোকসভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, বরেণ্য লেখক মো. আবদুল মান্নান। তিনি বলেন, অন্নপূর্ণা ছিলেন তাঁর পিতা বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর পরম স্নেহধন্য কন্যা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র সঙ্গীত মণীষার যা কিছু ছিল এর সবটুকুই উজার করে শিখিয়েছিলেন প্রিয়কন্যা রওশন আরা অন্নপূর্ণাকে। তাই তিনি যুগ-যুগান্তে হয়ে উঠেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক কিংবদন্তী সঙ্গীত-তাপসী হিসেবে। যতদিন সভ্যতা থাকবে, থাকবে রাগসঙ্গীতের সুধাসিক্ত ধারা, ততদিন উচ্চারিত হবে রওশন আরা অন্নপূর্ণার নাম।’ জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে নাগরিক শোকসভায় বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতাঙ্গন পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
আলোচনায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া গবেষক মুহম্মদ মুসা।
স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীতাঙ্গন সাধারণ সম্পাদক প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান সরকার।
অনুষ্ঠানের শুরুতে রওশন আরা অন্নপূর্ণার প্রতিকৃতিতে পু®পার্ঘ অর্পন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
পরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর দায়িত্বে ছিলেন অধ্যক্ষ ওস্তাদ হেলালউদ্দিন আহমেদ, রুনাক সুলতানা পারভীন, পাপিয়া চৌধুরী, আবিদুল হোসেন বাবলু, মনি সাহা, দিলীপ বণিক, কিরণ রায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম।
উল্লেখ্য, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কণিষ্ঠা কন্যা সুরবাহার বাদক রওশন আরা অন্নপূর্ণা (জš§. ২৩ এপ্রিল, ১৯২৭) গত ১৩ অক্টোবর ২০১৮ খ্রি. ভারতের বোম্বের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ৯১ বৎসর বয়সে ইন্তেকাল করেন। তাঁর একমাত্র পুত্র শুভেন্দ্র শংকর (জš§. ৩০ মার্চ ১৯৪২) ১৯৯২ সালের ১৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি