বাঞ্ছারামপুর প্রতিনিধি : | সোমবার, ০৭ মে ২০১৮ | পড়া হয়েছে 324 বার
গতকাল রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর পরীক্ষায় অকৃতকার্য্য (ফেল) হওয়ায় বাঞ্ছারামপুরে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয় হতে এ বছর মায়ারামপুর গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে মীম (১৫) পরীক্ষা দেয়। গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিকেলে মীম লুকিয়ে ইঁদুর মারার ঔষধ নিজেই সংগ্রহ করে নিজ বাড়িতে দরজা বন্ধ করে সেটি খেয়ে ফেলে। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাঞ্ছারামপুর দায়িত্বরত চিকিৎসক ডা. সফিকুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা করে বলেন, ‘মেয়েটি ইঁদুর মারার ঔষধ বেশী মাত্রায় খেয়ে ফেলায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে ঢাকায় নেয়ার আগেই সে মারা যায়’।