| শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 568 বার
নাসিরনগরে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক হামলা,হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদ জানাতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। ৫ নভেম্বর শনিবার সকালে তারা নাসিরনগরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর বিকাল ২.৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলার বিভিন্ন প্রচার ও গণ মাধ্যমের সাংবাদিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। নির্মূল কমিটির কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার আমীরুল ইসলাম, শাহরিয়ার কবির, কাজী মুকুল, ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার তুরীন আফরোজ, সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, ডা. নূসহাত চৌধুরী শম্পা, সাংবাদিক জুলফিকার আলী মানিক, এডভোকেট বায়েজিদ আক্কাস প্রমুখসহ অনেকেই উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে বিকাল ২.৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রচার ও গণমাধ্যমের সাংবাদিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট লিটন দেব। প্রেস বিজ্ঞপ্তি