| শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 104 বার
৮নং নাটাই (উঃ) ইউনিয়ন যুবলীগের এক বর্ধিত সভা গত শুক্রবার বিকেলে ভাটপাড়া-আমতলী বাজার মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম। ৮নং নাটাই (উঃ) ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক স্বাথ্য বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জমিস উদ্দিন রানা। সভায় অন্যানের্য মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাবিব আব্দুল্লাহ সোহেল, যুগ্ম সম্পাদক হাজী মোঃ আবু কাউছার, দপ্তর সম্পাদক এডঃ কামরুল ইসলাম, অর্থ-সম্পাদক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ এমরান খান, সদস্য আল আমিন নোয়াজী, মোঃ আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ মোমিন মিয়া। সভা পরিচালনা করেন ৮নং নাটাই (উঃ) ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাকিল আহমেদ, মোঃ বাহাউদ্দিন বাহার, মোঃ সোহেল রানা, মোঃ আতিকুল ইসলাম রতন। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়র যুবলীগ নেতা রোমান, নিজাম, আব্দুলল্লাহ, হুমায়ন, ডা.মিলন, স্বাধীন, বিল্লাল, হাকিম, জসিম, অপু, নাজিম, সেলিম, রুহুল আমিন প্রমুখ। সভায় বক্তাগণ যোগ্য ও ত্যাগী নেতাদের সসন্বয়ে কমিটি গঠন করে ইউনিয়ন যুবলীগকে আরো শক্তিশালী করার মাধ্যমে মাটি ও মানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে আহবান জানান। সভায় দ্রুত সকল ওয়ার্ড কমিটি গঠনের উপর গুরুত্তারপ করা হয়।