বিনোদন ডেস্ক : | বুধবার, ২৮ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 160 বার
গুঞ্জন শোনা যাচ্ছিল, অ্যাঞ্জেলিনা জোলি প্রেম করছেন। এমনকি সেই প্রেমিককে বিয়ে করার ব্যাপারেও মনস্থির করেছেন। এখন শুধু ব্র্যাড পিটের সাথে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হওয়ার অপেক্ষা। জোলির বর্তমান প্রেমিকের পরিচয় তখন বলা হচ্ছিল, তিনি একজন ধনী সমাজসেবী। এখন শোনা যাচ্ছে, জোলির প্রেমিক একজন আবাসন ব্যবসায়ী।
গত বছর ‘বিশ্রী’ ভাবে বিচ্ছেদের পর জোলি ও পিট দু’জনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আদালতের সিদ্ধান্তে সন্তানদের সাথে নিয়ে মনোবিদের পরামর্শও নিতে হয়েছে দু’জনকে। থেরাপি নেওয়ার সময়ও নিজেদের ‘সাপে-নেউলে’ সম্পর্ক গোপন রাখেননি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। একটি সূত্র জানায়, থেরাপি নেওয়ার সময়টুকুও পিট আর জোলি এক রুমে থাকতে চাইতেন না। সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল তাঁদের।
তবে দুজনই বোধ হয় এই মানসিক টানাপোড়েন কিছুটা কাটিয়ে উঠছেন। অন্তত নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন তাঁরা। পিট এখন সাবেক স্ত্রী ও অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে নতুন করে প্রেমে মজেছেন। এদিকে জোলির প্রেমিক নিয়ে ধোঁয়াশা কাটছে না। তিনি কোনো সমাজসেবীর সঙ্গে প্রেম করছেন, নাকি আসলেই তাঁর প্রেমিক কোনো ব্যবসায়ী, তা–ও বোঝা যাচ্ছে না। কারণ সাবধানী জোলি সবকিছুই করছেন খুব গোপনে।
জোলির কাছের একটি সূত্র জানায়, এ অভিনেত্রীর বর্তমান প্রেমিক খুব সুদর্শন। দেখতে জোলির চেয়ে বয়স্ক। আর আবাসন ব্যবসার সাথে যুক্ত। যদিও তারকা বা এই গোছের কোনো ব্যক্তিত্ব তিনি নন।