আশুগঞ্জ প্রতিনিধি : | শুক্রবার, ২৩ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 111 বার
১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম উঠবে। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়। মধ্য আয়ের দেশ। এ অর্জন আত্মমর্যাদার, অহংকারের, গৌরবের। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচির উপলক্ষে উৎসব পালন করেছে আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে সার কারখানা স্কুল চত্বর থেকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কারখানা ও আবাসিক কলোনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরান।
সার কারখানার প্রশাসনিক বিভাগের প্রধান এ টি এম বাক্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান গোলাম ফজলে রাব্বি, কারিগরি বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম আকন্দ, বানিজ্যিক বিভাগের প্রধান নজরুল ইসলাম, কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মীর মনির হোসেন, কলেজর অধ্যক্ষ মোঃ জাকির হোসেন তালুকদার।
শোভাযাত্রায় কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, এম্পয়ীজ ক্লাবের নেতৃবৃন্দ, অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ, মহিলা ক্লাবের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও সার কারখানা কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী ও কারখানার শ্রমিক-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।