আশুগঞ্জ প্রতিনিধি | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 195 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাগানবাড়ী এলাকা থেকে ৩০ লিটার চোলাই মদ’সহ ০৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২০?) রাতে অভিযানে আটকৃতরা হলেন, মোঃ আমির হোসেন (৫২), মোঃ সুমন ইসলাম (১৯) মোঃ সাজ্জুল হোসেন (৩০) মোঃ হোসেন মিয়া (৩০) মোঃ রিপন মিয়া (৪৮) আশরাফুল ইসলাম (৩০)।
র্যাব-১৪ জানায়, ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন বাগানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এ সময় উদ্ধারকৃত চোলাই মদের সাথে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেন। আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।