প্রতিনিধি | সোমবার, ২০ জুন ২০১৬ | পড়া হয়েছে 920 বার
আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার ভোর রাতে উপজেলার তারুয়া গ্রামে নিজ বাড়িতে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় প্রতিপর্ক্ষের লোকজন। এ সময় বাড়ির পার্শ্বে আরো দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির জানান, গত ১২ জুন তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে ভোট গ্রহনকে কেন্দ্র করে একই গ্রামের সামিউল্লা পাড়ার বাসিন্দা ও তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে গত কয়েকদিন যাবত উত্তপ্ত বিরাজ করছিল। এর জের ধরে গত রবিবার ভোরে তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার নেতৃত্বে সাদ্দাম হোসেন, কামাল হোসেন, জামাল মিয়া আমার বাড়িতে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরন ঘটায়। বোমার বিস্ফোরন শব্দ শুনে তাৎক্ষনিক লোকজন বাড়ির সামনে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আমি নিরাপত্তা হীনতায় ভোকছি।
বাদল সাদিরের ভাই বীরমুক্তিযোদ্ধা কাইয়ুম সাদির জানান, ভোর রাতে বোমার শব্দ শুনে বাড়ির প্রধান ফটকের সামনে গেলে গিয়ে দেখি সুরুজ মিয়া, সাদ্দাম হোসেন, কামাল হোসেন, জামাল মিয়া দ্রুত পালিয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।