আশুগঞ্জ প্রতিনিধি : | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 455 বার
আশুগঞ্জের বেড়তলা নামক স্হানে মটর সাইকেল দূর্ঘটনায় নাসিরনগর উপজেলার ২নং ভলাকুট ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ জুয়েল (৪৫) ও জেলা ছাএদলের যুগ্ন সম্পাদক রনি ভূইয়া (৩২) নিহত হয়েছেন। সরাইল খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবীর জানান, গত মঙ্গলবার রাত ১০:২০ মিনিটের দিকে মহাসড়কে আশুগঞ্জের বেড়তলা শান্তিনগর নামক স্হানে মটর সাইকেল দূর্ঘটনায় দুই আরোহী জুয়েল (৪৫) ও রনি (৩৫) গুরুতর আহত হন। ধারনা করা হচ্ছে, একটি মালবাহী ট্রাক তাদের পিছনের দিক ধাক্কা দিলে ঘটনা স্হলে তারা গুরুতর আঘাত প্রাপ্ত হন। তখন ঘটনা স্হলে পৌছেঁ তাদের উদ্ধার করে অতিদ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করি। হাসপাতালে নিয়ে গেলে রনি ভূইয়াকে কর্তব্যরত ডাক্তার কিছু পরীক্ষা করে মৃত ঘোষণা করে। আর বাকী বিল্লাহ জুয়েলকে আশংকাজনক অবস্হায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরবর্তী জানতে পারি নরসিংদী যাওয়ার পর তিনি মৃত্যু বরণ করে। আমরা ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। উল্লেখ্য চেয়ারম্যানদের মধ্যে মোঃ বাকী বিল্লাহ জুয়েল কনিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।