আশুগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ | পড়া হয়েছে 228 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হোসেন মিয়া-(৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৪ই জুলাই, ২০২০) সকালে আশুগঞ্জের চর-সোনারমপুর এলাকায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। নিখোঁজ হোসেন মিয়ার বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোর থেকে মেঘনা নদীর চর-সোনারামপুর এলাকায় একটি ট্রলার দিয়ে নদীতে মাছ ধরছিলেন হোসেন মিয়া সহ তিন জেলে।
সকালে মাছ ধরা শেষে জেলেরা ট্রলার নিয়ে তীরে আসার সময় নদীতে নোঙ্গর করা একটি কার্গোর সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা দুইজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও হোসেন মিয়া নদীর তীব্র স্রোতের কারণে নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশের একটি ডুবুরীদল এবং আশুগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে নিখোঁজ হোসেন মিয়ার সন্ধ্যানে নদীতে তল্লাশী অভিযান শুরু করে। তবে বিকেল সাড়ে ৫ টা নাগাদ তার সন্ধ্যান পাওয়া যায়নি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নিখোঁজ জেলের সন্ধ্যানে নৌ-পুলিশের ডুবুরী দল নদীতে অনুসন্ধ্যান চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।