ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 675 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর সিদ্দিক জানান, রাতের কোন এক সময় গাড়ী চাপায় ওই মহিলার মৃত্য হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |