| সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 66 বার
আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে “জামাত নেতা সংবর্ধিত” শীর্ষক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এক বিবৃতিতে বিতর্কিত সংবর্ধনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা যিনি লালন ও ধারণ করেন না” তিনি মুক্তিযোদ্ধার দাবিদার হতে পারেন না। ৭১-এ তাঁর অবস্থান যেখানেই থাকুক, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত-শিবিরের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা পাওয়ার যোগ্য, বিবেচিত হতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা আবশ্যক। এই বিতর্কিত ঘটনার সাথে আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা না থাকলেও স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে বিষয়টি খতিয়ে দেখার আহবান জানান তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)