বিনোদন ডেস্ক : | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 189 বার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন তিনি। বতর্মানে যুক্তরাষ্ট্র প্রবাসী। আজ ৫ অক্টোবর তার জন্মদিন। এ উপলক্ষে মার্কিন মুলুক থেকে একটি সুখবর দিলেন মোনালিসা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোনালিসা জানান, ২৬তম মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ইউএসএ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক তারকা বিচারক প্যানেলে এবারই প্রথম স্থান পেলেন বাংলাদেশের কেউ।
মোনালিসা লিখেছেন, ‘বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটি আমার কাছে বিশেষ ও দারুণ একটি সম্মান। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে বলিউড তারকারাও থাকবেন।’
নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের দ্য প্লাজায় শুক্রবার (৬ অক্টোবর) আর গ্র্যান্ড বলরুমে আগামী (৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতা। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।
মোনালিসা এখন আমেরিকার টাইম টেলিভিশনে হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।