| রবিবার, ১৩ মে ২০১৮ | পড়া হয়েছে 106 বার
সদাহাস্যময়ী বিনয়ী আবুল হাসনাত খান প্রকাশ মাসুম খাঁন (৭০) গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় পৌর শহরের পুনিয়াউটস্থ নিজ বাসভবনে সকলকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে মহরুম স্ত্রী ২ পুত্র সন্তান ৪ ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ রবিবার খাঁ বাড়ী মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
জানা যায়, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডঃ আবু তাহের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, অ্যাডঃ তারিকুল ইসলাম খান রুমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ নানা পেশা ও শ্রেণীর মানুষ মরহুমের নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য আবুল হাসনাত খান প্রকাশ মাসুম খান স্থানীয় পিটিআই এর অবসর প্রাপ্ত সুপার জেসমিন খানমের বড় ভাই।-প্রেস বিজ্ঞপ্তি