আন্তর্জাতিক ডেস্ক : | রবিবার, ২২ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 118 বার
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রবিবার (২২.০৪.২০১৮) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোটার নিবন্ধন কেন্দ্রের প্রবেশপথে অপেক্ষমাণ লোকদের ওপর এই হামলা চালানো হয়। এতে ৩১ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের সংবাদ সংস্থা ‘আমাকে’র মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই আফগানিস্তানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়।