প্রেস বিজ্ঞপ্তি : | বুধবার, ০৮ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 81 বার
সাহিত্য একাডেমির উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ-নেপাল সম্প্রীতির সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠান মালায় নেপালের পক্ষে সঙ্গীত পরিবেশন করবেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুজাতা বর্মা এবং বাংলাদেশের পক্ষে রত্না দত্ত দে। অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।