স্টাফ রিপোর্টার : | শনিবার, ২৪ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 160 বার
আজ শনিবার (২৪.০৩.২০১৮) সকাল ১১টায় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ মাঠে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী গোল্ডকাপ আন্তঃস্কুল এন্ড কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী এবং অত্র কলেজের ২০১৮ সনের উচ্চ মাধ্যমিক ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) বিভাগের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশাররফ হোসেন। এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড এর সাবেক পরিচালক, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী গোল্ডকাপ আন্তঃস্কুল এন্ড কলেজ ফুটবল টুর্ণামেন্টের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল কবির।